বাংলাদেশি ছাত্রীকে যৌন হয়রানি করায় ভারতে অধ্যাপক বরখাস্ত


378 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
বাংলাদেশি ছাত্রীকে যৌন হয়রানি করায় ভারতে অধ্যাপক বরখাস্ত
ডিসেম্বর ২২, ২০১৫ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক:
ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) অধ্যয়নরত বাংলাদেশি এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ওই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক এবং ছাত্রী কারও পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। খবর বিবিসি বাংলা’র।

জানা গেছে, বাংলাদেশি ওই ছাত্রী বরখাস্ত হওয়া অধ্যাপকের অধীনে গবেষণা করছিলেন। বেশ কিছুদিন আগে অধ্যাপকের বিরুদ্ধে তিনি যৌন হয়রানির অভিযোগ আনেন। তদন্তের পর অধ্যাপক দোষী প্রমাণিত হলে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

দিল্লীতে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টি দেশটির অন্যতম গুরুত্বরপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। ভারতের কেন্দ্রীয় ও দিল্লি সরকার জানাচ্ছে, দেশটির যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে যৌন হয়রানির অভিযোগ আসে তার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আসে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকেই।

গত বছর দিল্লির ষোলোটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে একশোর বেশি যৌন হয়রানির অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে পঞ্চাশের বেশি অভিযোগ এসেছে শুধু জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে।