
অনলাইন ডেস্ক ::
বাংলাদেশ স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করে জিতে গেছে। এমন রান তাড়া করে জেতার মতো ম্যাচ প্রতিদিন দেখা যায় না। নিদাহাস ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের জয় যেমন শুক্রবারের ম্যাচের আগে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করবে তেমনি শ্রীলংকাকে চাপে রাখবে বলে মনে করছেন শ্রীলংকার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
তার মতে, ‘বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচটা আমাদের কিছুটা চাপে রেখেছে। ২১৪ রান করে সচরাচর একটি দল ম্যাচ হারে না। তারা আমাদের বোলারদের চাপে ফেলে দিয়েছে। আমি মনে করি বাংলাদেশের বিপক্ষে আমাদের বোলিং আশানুরূপ হয়নি। ছয়জন বোলারের মধ্যে পাঁচজনই ১০-এর ওপরে রান দেবে এমনটাও খুব কম ঘটে।’ তবে জয়ের ক্রেডিট হাথুরু তার পুরনো শিষ্যদের দিয়েছেন।
হাথুরুর জন্য সুখবর হলো ইনজুরিতে পড়া কুশল পেরেরা খেলার জন্য ফিট আছেন। তার চেয়ে বাংলাদেশের সাবেক কোচের কাছে বড় খবর হলো— ইনজুরি কাটিয়ে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের জন্য দলে যোগ দিচ্ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। হাথুরুসিংহে এ বিষয়ে বলেন, ‘এটা বাংলাদেশের ভাগ্য যে এমন ম্যাচের আগে তারা দলে সাকিবকে পাচ্ছে। সে দলের জন্য একজন অতিরিক্ত ব্যাটসম্যান আবার বোলার। সাকিব দলে থাকলে বাংলাদেশে আলাদা কম্বিনেশনে দল সাজাতে পারে।’
এ সময় হাথুরু কম ওভার রেটের কারণে অধিনায়ক দিনেশ চান্দিমালের নিষিদ্ধ হওয়া দলের জন্য চিন্তার বিষয় বলে জানান। কম ওভার রেটের কারণে গত ১০ মাসে শ্রীলংকার তিনজন অধিনায়ক নিষিদ্ধ হয়েছেন। তবে হাথুরু মনে করেন এটার সঙ্গে আরো কিছু বিষয় নিয়ে চিন্তা করছে শ্রীলংকা।