
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সকাল সাড়ে ১০ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, যুবলীগ নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।