
স্টাফ রিপোর্টার :
বিনা সরিষা-১০ জাতের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র বিনেরপোতা
সাতক্ষীরার আয়োজনে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফাউন্ড (সিসিটিএফ) এর সহযোগিতায়
শুক্রবার বিকেলে কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুর হাইস্কুল মাঠে এ মাঠ দিবস
অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উদ্ভিদ প্রজনন বিভাগ
বিনা ময়মনসিংহ এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রজননবিদ ড. মোঃ আব্দুল মালেক।
মাঠ দিবসে কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: মহাসীন আলীর
সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী
কর্মকর্তা উত্তম কুমার রায়, উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান পরিকল্পনা ও উন্নয়ন
কোষ, বিনা, ময়মনসিংহ ড. মোঃ কামরুজ্জামান, উধক্ষতন বৈজ্ঞানিক কর্মকর্তা, উদ্ভিদ
প্রজনন বিভাগ, বিনা, ময়মনসিংহ ড. রেজা মোহামদ ইমন, সোনাবাড়ীয়া ইউপি
চেয়ারম্যান শহিদুজ্জামান ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর কবির প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বৈজ্ঞানিক সহকারী মতিয়ার রহমনা।
এসময় বক্তারা বলেন, সারাদেশে জলবায়ু পরিবর্তন জনিত কারনে কৃষক সীমাহীন ক্ষতির
মুখে পড়ছে। সাতক্ষীরা জেলা উপকূল বর্তি অঞ্চল হওয়ায় এ জেলায় এর প্রভাব রয়েছে।
সরকারের চ্যালেঞ্জ বাস্তবায়ন ও কৃষকের মুখে হাসি ফুটানো ও অধিক লাভবানের
আশায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিনা
সরিষা-১০ কৃষককে উপহার দিয়েছে বিনা সরিষা-১০ জাতের জীবনকাল ৮৫ দিন। এ
অঞ্চলের কৃষক ২টি ফসল ঘরে তুলে অতিরিক্ত একটি ফসল হিসেবে বিনা সরিষা-১০
কতর্নের পর আরো একটি ফসল ঘরে তুলতে পারবে।