বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পরীক্ষা স্থগিতের আদেশ হাইকোর্টের


159 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পরীক্ষা স্থগিতের আদেশ হাইকোর্টের
অক্টোবর ২৩, ২০২২ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার এই আদেশ দেওয়া হয়েছে। পরীক্ষাটি আগামী ২৮ অক্টোবর হওয়ার কথা ছিল।

২২৫ জন সহকারী পরিচালক (জেনারেল) নিয়োগের জন্য চলতি বছরের ১০ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। ১৫ জুন পর্যন্ত আবেদনের সময় ছিল। আর এই পদে প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) তারিখ গত ১৫ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।
সেদিন এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।’