
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। আজ দুপুর ২টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে উভয় দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের এ বৈঠক শুরু হচ্ছে। আজকের বৈঠকে ঠিক হওয়া আলোচ্য বিষয় নিয়ে মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্রসচিব বৈঠক করবেন।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রসচিব ড. মো. মোজাম্মেল হক খান অঅর ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির স্বরাষ্ট্রসচিব। আজ সকালে ভারতীয় প্রতিনিধিদলের ঢাকা আসার কথা রয়েছে। ভারতীয় প্রতিনিধিদলে থাকছেন ১৫ জন সদস্য আর বাংলাদেশের পক্ষে আছেন ১৮ জন প্রতিনিধি।