বাংলাদেশ যুব গেমসের বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সাতক্ষীরার ছেলে-মেয়েরা


446 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
বাংলাদেশ যুব গেমসের বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সাতক্ষীরার ছেলে-মেয়েরা
মার্চ ১৮, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আসাদুজ্জামান ::
ঢাকার বঙ্গবন্ধু ষ্টেডিয়ামে জাতীয় পর্যায়ে সম্প্রতি (১০-১৬ মার্চ) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ যুব গেমস-২০১৮। উক্ত যুব গেমসে ২১ টি ইভেন্টে জাতীয় পর্যায়ে এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সাতক্ষীরার ছেলে-মেয়েরা। রোববার দুপুরে তারা সাতক্ষীরা প্রেসক্লাবে এসে তাদের কৃতিত্বের কথা তুলে ধরে। এদের মধ্যে আপন দুই বোন বক্সিং ও ফুটবলে অংশ গ্রহন করে স্বর্ণ পদক পেয়েছে। তারা হচ্ছে, আফরা খন্দকার প্রাপ্তি ও আফইদা খন্দকার প্রান্তি। তাদের দুই বোনের মধ্যে আফরা খন্দকার প্রাপ্তি ঢাকার বিকেএসপির ১০ম শ্রেনীর ও আফইদা খন্দকার প্রান্তি ৭ম শ্রেনীর ছাত্রী। এছাড়া তায়কোয়ানডো ডিসিপ্লিনে অংশ গ্রহন করে ফাহিম আহমেদ ২ টি স্বর্ণ এবং সোহাগ কুমার চয়ন ১ টি স্বর্ণ ও ১টি তা¤্র পদক লাভ করেছেন। তারাও ঢাকার বিকেএসপির ছাত্র। এদিকে, কারাতে অংশ গ্রহন করে ব্রোঞ্জ পদক পেয়েছে আরিফ হোসেন ইমন ও বক্সিং এ অংশ গ্রহন করে বোঞ্জ পদক পেয়েছে হাসিবুল হাসান। এদের মধ্যে আরিফ হোসেন ইমন সাতক্ষীরার সুন্দবন টেক্সটাইল মিলস স্কুলের ছাত্র এবং হাসিবুল হাসান ঢাকার বিকেএসপির ছাত্র।
তাদের দলের কোচ আল ইমরান যুব-গেমস সম্পর্কে জানান, বাংলাদেশ যুব গেমস যুবকদের স্বপ্নের গেমস, এখানে তৃনমুল পর্যায় থেকে খেলোয়াড় বের হয়ে এসেছে। সকলের দোয়ায় সকল ডিসিপ্লিনে আমরা খুলনা বিভাগে রানারআপ হয়েছি। আগামীতে এ ধারা আরো অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
##