
এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মটর গ্যারেজসহ দুটি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে বানিয়াখালী বাজারে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আলম তালুকদারের মটর গ্যারেজ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটেরমাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মটর সাইকেলের পেট্রোলে ওই আগুন দ্রুত ছড়িয়ে গেলে আরো ১টি মুদি দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডে আলম তালুকদারের গ্যারেজে থাকা ৫টি মটর সাইকেল, ৩টা পাওয়ারপাম্প, হাওয়া মেশিন ও সবুর শিকদারের মুদি দোকান সম্পুর্ন পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের জানান, এতে কমপক্ষে ১০লাখ টাকার ক্ষতি হয়েছে।