
এসএম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট অফিসঃ
বর্তমান শেখ হাসিনার সরকার উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলা,প্রতিটি উপজেলায় তটি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ভবন তৈরি,প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষকের সংখ্যবৃদ্বি করা সহ তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে দেশে বিদেশে আন্ত:জাতিক ভাবে সফলতা অর্জন করেছেন। বাংলাদেশের মানুষের তথ্য অধিকার মৌলিক অধিকারের মধ্যে অন্যতম দেখো দিয়েছে । তথ্য জানা থাকলে মানুষকে দুর্ভোগ পোহাতে হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় তথ্য না জানার কারণে অনেক ক্ষেত্রে দুর্ভোগ ও দুর্নীতির শিকার হতে হয়। তাই দুর্নীতি প্রতিরোধ করার মোক্ষম হাতিয়ার হলো তথ্য অধিকার আইন। আর এই তথ্য অধিকার আইন বাস্তায়ন করবার দায়িত্ব শুধু সরকার এর একার নয়। আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান প্রচারে সহযোগিতা করা । বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগীতায় বে-সরকারী সংস্থা আস বাংলাদেশ এর উদ্দোগে মঙ্গলবার সকালে স্বাধীনতা উদ্যানে অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিতে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়নের লক্ষে অনুষ্ঠিত আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ২০১৬। এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় মৎস ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাডঃ মীর শওকাত আলী বাদশা এমপি একথা বলেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) মোঃ মোমিনুর রশীদ, সদর উপজেলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ পারভীন আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও বাগেরহাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান। এসময় অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন মেলা উদযাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, আস বাংলাদেশ এর সহ সভাপতি হাজরা শহীদুল ইসলাম বাবলু প্রমুখ।
এ মেলায় কচুয়া ও বাগেরহাট সদর উপজেলার মোট ৩০টি মাধ্যমিক বিদ্যালয়,৩০টি স্টলে প্রায় তিন শতাধিক প্রকল্প নিয়ে অংশগ্রহন করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসহ শিক্ষকবুন্দ। #