
এস,কে সিরাজ,শ্যামনগর :
বাঘ না থাকলে সুন্দরবন থাকবে না, আর সুন্দরবন না থাকলে উপকুলীয় মানুষ বাঁচবে না। আমরা সবাই সচেতন হলে এবং এক সঙ্গে কাজ করলে বনদস্যু নিধন, বাঘ সহ সকল প্রকার বন্যপ্রানী সংরক্ষণ করা সম্ভব হবে। এ কথা গুলো বললেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুভাষ চন্দ্র সাহা। তিনি প্রধান অতিথি হিসাবে শনিবার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখছিলেন। বনবিভাগ খুলনার আয়োজনে খুলনা অঞ্চল বন সংরক্ষক জহির উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, নীলডুমুর ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এনামুল আরিফ সুমন, অতিরিক্ত পুলিশ সুপার মোদাচ্ছের হোসেন, মংলা কোষ্ট গার্ডের কমান্ডার রেজাউল হাসান, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন খুলনা পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা সায়েদ আলী।