বাবার হত্যাকারীদের ক্ষমা করেছেন রাহুল-প্রিয়াঙ্কা


369 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
বাবার হত্যাকারীদের ক্ষমা করেছেন রাহুল-প্রিয়াঙ্কা
মার্চ ১১, ২০১৮ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
ভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, বাবা সাবেক প্রধান প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছেন তিনি ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী।

শনিবার সিঙ্গাপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের অ্যালামনাইদের সঙ্গে আলাপকালে রাহুল গান্ধী একথা জানান।

রাহুল গান্ধী বলেন, ‘আমাদের বাবার হত্যাকারীদের আমরা ক্ষমা করে দিয়েছি। কারণ যাই হোক, আমি কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেব না।’

তিনি বলেন, ‘আমরা খুবই বিপর্যস্ত ছিলাম এবং অনেক বছর ধরেই তাদের (হত্যাকারীদের) ওপর আমাদের খুব রাগ ছিল। তবে কোনোভাবে তাদের আমরা পুরোপুরি ক্ষমা করে দিয়েছি।’

প্রসঙ্গত, ১৯৯১ সালের ২১ মে ভারতের তামিল নাড়ুতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব গান্ধী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া