
অনলাইন ডেস্ক ::
ম্যাচের ৮৭ মিনিটের খেলা চলছে তখন। ২-০ গোলে এগিয়ে থাকা সেভিয়া লা লিগায় বার্সেলোনাকে প্রথম হারের স্বাদ দিতে যাচ্ছে বলে সবাই যখন প্রায় নিশ্চিত, ঠিক সেই সময়েই ঘুরে দাঁড়ানোর শুরু কাতালানদের। ম্যাচের অন্তিম মুহূর্তে মেসি ও সুয়ারেজের দুই গোলে শেষ পর্যন্ত জয়ের সমান এক ড্র নিয়েই মাঠ ছাড়ে আরনেস্তো ভালভার্দের শিষ্যরা।
আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে না পারা মেসির শেষ মূহূর্তের গোলেই ম্যাচ বাঁচায় কাতালানরা। এর মধ্য দিয়েই বার্সেলোনা পৌঁছে যায় লা লিগায় কোনো ম্যাচ না হেরে শিরোপা জয়ের আরো কাছে। মেসির আগে অবশ্য কাজের কাজটি করেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ম্যাচের ৮৮তম মিনিটে তার গোলেই ব্যবধান কমানোর পাশাপাশি ঘুরে দাঁড়ানোর রসদও পায় বার্সেলোনা।
সুয়ারেজের গোলের পর মাত্র ৫৩ সেকেন্ডের ব্যবধানে মেসির গোলে হারতে বসা ম্যাচটিতে সমতায় ফেরে বার্সেলোনা। অথচ হ্যামস্ট্রিং চোটের কারণে এই ম্যাচে মেসির খেলা প্রায় অনিশ্চিতই ছিল। শেষ সময়ে কোচ তাকে দলের সঙ্গে রাখলেও মেসি খেলবেনই— ভালভার্দে এমন নিশ্চয়তা দেননি একবারও।
তবে লা লিগায় ৩৬ ম্যাচ অপরাজিত থাকা দলকে হারতে দেখে শেষ পর্যন্ত মেসিকে মাঠে নামান ভালভার্দে। ম্যাচের ৮৮তম মিনিটে সুয়ারেজের গোলের পর কৌতিনহোর বানিয়ে দেওয়া দারুণ পাসে গোল করে দলকে সমতায় ফেরান মেসি।
এর আগে ম্যাচের প্রথমার্ধের ৩৬ মিনিটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন সেভিয়ার খেলোয়াড় ভাসকেস। দ্বিতীয়ার্ধের শুরুতেই মুরিয়েল গোল করে দলকে জয়ের পথে রাখেন। কিন্তু শেষের চাপ আর সামলাতে পারেনি সেভিয়া। সুয়ারেজ ও মেসির গোলে ২-২ গোলের সমতায় খুশি থাকতে হয় তাদের।