
নাজমুল হক :
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন উপলক্ষ্যে সাতক্ষীরায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার। সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি এড. ওসমান গণির পরিচালনায় বক্তব্য রাখেন পরিষদের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার এম. আমীর-উল ইসলাম, ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ, প্রাক্তন আইনমন্ত্রী এড. আব্দুল মতিন খসরু, এড. পরিমল চন্দ্র গুহ, এড. পারভেজ আলম খান, সাতক্ষীরা জর্জ কোর্টের জিপি এড. গাজী লুৎফুর রহমান, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এড. আব্দুস সাত্তার, এড. শাহ নেওয়াজ পারভীন মিলি, এড. খোদা বক্স, এপিপি এড. তৌহিদুর রহমান শাহীন, এড. মোস্তফা নুরুল আলম, এড. তামিম আহমেদ সোহাগ প্রমুখ। বক্তারা সরকারের মনোনীত প্রার্থী হিসেবে ২৬ আগষ্ট বার কাউন্সিলের নির্বাচনে বিজয়ী করার আহবান জানান।