
মাহফিজুল ইসলাম আককাজ :
আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর প্রার্থী শেখ শফিক-উদ্-দৌলা সাগর দিনভর পৌরসভার ৯নং ওয়ার্ডে বিভিন্ন বাড়ী বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে উট পাখি প্রতীক নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার সকালে উত্তর মেহেদীবাগ এলাকায় বাড়ী বাড়ী গিয়ে মানুষের কাছে উট পাখি মার্কায় ভোট প্রার্থনা করেন এবং উট পাখি প্রতীকের লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, অজিয়ার সরদার, ফজলে আলী, হারুনার রশিদ, মেহেদী হাসান মিঠু, মোমিনুর রহমান, মোবারক আলী ও ইউনুস সরদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় তিনি সকলের কাছে উট পাখি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।