বালিশ চাপা দিয়ে শিশুপুত্রকে হত্যা করলো বাবা


478 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
বালিশ চাপা দিয়ে শিশুপুত্রকে হত্যা করলো বাবা
জুলাই ১১, ২০১৫ জাতীয়
Print Friendly, PDF & Email

ভিওএস ডেস্ক :
রাজশাহীর পবা উপজেলায় জসিম উদ্দিন নামে এক ব্যক্তি তার ছয় বছরের একমাত্র ছেলেকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে।

নিহত শিশুর নাম আদনান হোসেন। শনিবার ভোরে উপজেলার চকদর্শনপাড়া গ্রামে এ ঘটনায় জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

পবা থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে নিজের শিশুপুত্রকে হত্যার কথা স্বীকার করেছেন জসিম। তিনি পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রীর বড় ভাই বিদেশ যাওয়ার জন্য কিছুদিন আগে তার কাছ থেকে আড়াই লাখ টাকা ধার নেন। পরে তিনি বিদেশ যাননি, টাকাও ফেরত দিচ্ছিলেন না। এই ক্ষোভে এক সপ্তাহ আগে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন তিনি। তবে ছেলে আদনান তার কাছেই থেকে যায়। শনিবার ভোরে স্ত্রীর ওপর রাগ করে হঠাৎ করেই ছেলেকে বালিশ চাপা দেন তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, জসিম উদ্দিনের স্বীকারোক্তি ১৬৪ ধারায় গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা সাকিরা বেগম একটি হত্যা মামলা করেছেন।