
এম. বেলাল হোসাইন :
বাংলাদেশ যুবমৈত্রী সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন জেলা যুবমৈত্রীর সভাপতি স্বপন কুমার শীল।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা -১আসন(তালা-কলারোয়া)’র সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য রেজওয়ান রাজা। এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, প্রাক্তন যুব নেতা শরীফুল্লাহ কায়সার সুমন, অধ্যক্ষ শিবপদ গাইন, জিয়াউল হক জিয়া, হিরন্ময় মন্ডল, ধ্রুব সরকার, পরিতোষ মন্ডল।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীণতা। পেয়েছি কথা বলার অধিকার। কিন্তু ৭১’র যারা বিরোধীতা করেছিলো। তারা আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে। দেশ কে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত আবারো জঙ্গি তৎপরতা পরাস্থ করতে এবং যুব অধিকার আদায়ে যুবমৈত্রীকে যুব সমাজকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
কর্মী সভা শেষে একটি মিছিলশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে পথ সভার মাধ্যমে শেষ হয়। কর্মীসভায় সাতক্ষীরা মেডিকেল কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একত্মতা ঘোষনা করে অবিলম্বে তাদের দাবি অনুযায়ী ৫০০ শয্যা বিশিষ্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ কে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তর করার দাবি জানানো হয়।