
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
বিএনপি নেতা তরিকুল ইসলামকে রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার ছেলে অনিন্দ্র ইসলাম অমিত জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, সকালে অসুস্থ বোধ করলে দ্রুত বাবাকে হাসপাতালে নিয়ে যান তারা।
বর্তমান অধ্যাপক আবদুর রশীদের তত্ত্বাবধানে সাবেক এই মন্ত্রীর চিকিৎসা চলছে।
কয়েকটি মামলায় জামিন পাওয়ার পর তরিকুল যশোর থেকে দুদিন আগে ঢাকায় আসেন। তিনি শান্তিনগরে তার বাসায় ছিলেন।
চারদলীয় জোট সরকারের আমলে তরিকুল ইসলাম তথ্যমন্ত্রী এবং পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সূত্র : বিডি নিউজ