
শেখ আসাদুজ্জামান (মুকুল), দরগাহপুর :
দরগাহপুর তথা সাতক্ষীরার কৃতিসন্তান বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী বর্তমানে নিজ গ্রাম দরগাহপুরে অবস্থান করছেন।
কামরুল ইসলাম সিদ্দিকীর আগমন উপলক্ষে বিভিন্ন স্তরের মানুষ বিচারপতি সাহেবের সঙ্গে সৈজন্য সাক্ষাত করার জন্য তার দরগাহপুরের বড়িতে ভিড় জমাচ্ছেন। সেই সঙ্গে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।