
স্টাফ রিপোর্টার : বিদায়ী জেলা প্রশাসক নাজমুল আহসানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকালে জেলা প্রশাসকের বাংলোয় বিদায়ী জেলা প্রশাসক নাজমুল আহসানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় বিদায়ী জেলা প্রশাসকের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার।
এসময় বিদায়ী জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, ‘ছফুরননেছা মহিলা কলেজ এ জেলার একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের নতুন প্রজন্মকে দেশের আধুনিক নির্মাতা হিসেবে গড়ে তোলার জন্য এ কলেজের শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। নারী শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন এসএম সেলিম আক্তার, ফারহা দিবা খান সাথী, এসএম শফি কামাল, মোবাশ্বেরুল হক জ্যোতি, শিখা রাহা ও মোঃ সাহাদাত হোসেন।