
অনলাইন ডেস্ক :
বিদেশি পর্যবেক্ষকদের জন্য আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছাতে হবে- এমন দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিদেশি পর্যবেক্ষকদের জন্য জাতীয় নির্বাচনের তারিখ পেছাতে হবে, এর চেয়ে হাস্যকর, অবান্তর, অবাস্তব, ভিত্তিহীন ও অযৌক্তিক দাবি আর হতে পারে না।
জনগণ এখন নির্বাচনের মুডে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি যদি আন্দোলনের চিন্তা করে, তাহলে সারা দেশের জনগণেই তাদের প্রতিরোধ করবে।
ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, ফারুক খান ও রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম মঙ্গলবারও জমা নেওয়া হবে বলে জানান কাদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।