
তবে সমর্থকদের হতাশ করছেন না কাটার বিশেষজ্ঞ মুস্তাফিজুর রহমান। চমকের পর চমক উপহার দিয়েই চলছেন এই বোলার। মুস্তাফিজের বোলিং নৈপূন্যে মুগ্ধ সবাই। এবার সাতক্ষীরার এই বোলার জয় করে নিলেন কিংবদন্তী বোলার ও হায়দরাবাদের মেন্টর মুত্তিয়া মুরালিধরনের হৃদয়।
ভারতীয় একটি পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে লংকান লিজেন্ডস বলেন, ‘এই মৌসুমে হায়দরাবাদের হয়ে অসম্ভব ভালো খেলছে মুস্তাফিজ। তার মধ্যে অপরিমেয় সম্ভাবনা রয়েছে।’ এরপরই মুস্তাফিজের পঞ্চমুখ মুরালিধরন বলেন, ‘নিয়মিত বিপ্লব ঘটিয়ে চলেছে সে কেবল বাংলাদেশের হয়েই নয় এখানেও দারুণ খেলে চলেছে।’
সাথে সাথে বাংলাদেশের ক্রিকেটকে একটা ভালো পরামর্শ দিয়ে গেলেন শ্রীলংকান এই স্পিনার। ‘ঠিকমতো পরিচর্যা করলে অনেক দূর যেতে পারবে মুস্তাফিজ।’
এরপরই নিজেদের বোলিং আক্রমণকে সেরা দাবি করে মুরালিধরন জানান, ‘আমাদের দলে আশিস নেহরা, মুস্তাফিজুর রহমান ও ভুবনেশ্বর কুমারের মতো বোলার রয়েছে। দলের কঠিন সময়গুলোতে আমরা দারুণ আক্রমণ গড়ে তুলতে পারি আর এটিই আমাদের আসরে ভালো করতে বেশ সহায়তা করছে।’
এই ধারাবাহিকতা বজায় রাখতে চান হায়দরাবাদের এই মেন্টর। ‘এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকলে নকআউট পর্বে খোটা কঠিন হবে না বলে আশা করছি।’