
স্টাফ রিপোর্টার :
বিবাদীপক্ষের দাবি ছিল মেয়রের উপস্থিতিতে শুনানি হোক। কিন্তু সে সুযোগ না দিয়ে বিবাদীপক্ষের লোকজনকে গালিগালাজ করে পৌরসভা থেকে বের করে দিলেন কাউন্সিলর আছাদ আহমেদ অঞ্জুু। রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই সাতক্ষীরা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করে শহরের সুলতানপুর পালপাড়ার হোমিও চিকিৎসক হাফিজুর রহমান ও তার ছোট ভাই সিদ্দিকুর রহমান জানান, গত ২৮ জুন একই এলাকার অজিয়ার রহমানের স্ত্রী সুফিয়া খাতুন আমাদের ঘরের চাল ৬ ইঞ্চি পরিমান তার সীমানা অতিক্রম করেছে মর্মে পৌরসভার মেয়রের কাছে অভিযোগ দেয়। সে অনুযায়ী পৌরসভা আমাদেরকে নোটিশ করে ১২ জুলাই শুনানির জন্য ডাকে। আমরা যথাসময়ে সেখানে হাজির হয়ে মেয়রের উপস্থিতিতে শুনানির দাবি জানায়। এতে ক্ষুব্দ হয়ে ৪নং ওয়ার্ড কাউন্সিলর আছাদ আহমেদ অঞ্জুু আমাদেরকে ব্যাপক অকথ্যভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে পৌরসভা থেকে বের করে দেন।
এ ব্যাপারে ৪নং ওয়ার্ড কাউন্সিলর আছাদ আহমেদ অঞ্জুুর সাথে যোগাযোগ করা হলে তার সেলফোনটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।