
বিমানে চিত্রায়িত হলো জি. এম সৈকতের পরিচালনায় টেলিছবি “মেঘবালিকা”। বাংলাদেশ- ভারত যৌথ শিল্পী সমন্বয়ে টেলিছবি টি নির্মান করা হয়েছে। ভারতের বিখ্যাত অভিনেতা পরান বন্দোপাধ্যায়, তথাগত এবং বাংলাদেশের সূহি ও নাদের চৌধুরী সহ প্রায় দু’দেশের অর্ধশত শিল্পী অভিনয় করেছেন। টেলিছবিটি লিখেছেন ভারতের প্রখ্যাত নাট্যকার প্রিয় চট্টপাধ্যায়। ওশান এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত টেলিছবিটি আসন্ন ঈদে যে কোন একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে। নির্মাতা জি. এম সৈকত জানান – টেলিছবির প্রায় আশি শতাংশ কাজ বিমানে এছাড়া রবীন্দ্র ভারতী, রানী ভিক্টোরিয়া সহ ভারতের বিভিন্ন লোকেশনে চিত্রায়ীত হয়েছে। আশা করি দর্শকরা নতুন আংগিকের একটি টেলিছবিটি দেখতে পাবে। সূহি বলেন – সৈকত স্যারের মাধ্যমে আমার অভিনয় জীবন শুরু। এ রকম একটি টেলিছবিতে অভিনয়ের সুযোগ দেয়ার জন্য স্যার এবং ওশান এন্টারটেইনমেন্টকে ধন্যবাদ জানাই।