
আসাদুজ্জামান :
“আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা সর্বদা সমুন্নত চাই ” এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস-২০১৫ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আমরাই পারি জোটের চেয়ারপার্সন প্রফেসার আব্দুল হামিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।
আলোচন্ াসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাসদের সভাপতি কাজী রিয়াজ, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্বল, বেসরকারী সংস্থা স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, মহিলা কাউন্সিলর জোছনা খাতুন, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা জোছনা দত্ত প্রমুখ।
পরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজি সংগঠনের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় শহরের পুরাতন হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করে।