
আসাদুজ্জামান :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসিম ময়নাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শহরের সুলতানপুর ক্লাব মাঠে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদী রাষ্ট্রের পক্ষে তার মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন। পরে সদর থানার এএসআই কালামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর জানাযা নামায শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, তালা-কলারোয়ার সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যার আসাদুজ্জামান বাবু, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপনসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হরা।
সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের নেতেৃত্বে সিনিয়র সাংবাদিকরা ওই বীর সৈনিকের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
মুক্তিযোদ্ধা শেখ আবু নাসিম ময়নাকে শেষবারের মতো একনজর দেখতে শহরের সুলতানপুর মাঠে লোকে লোকারণ্য হয়ে যায়।
প্রসঙ্গত ঃ বুধবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযোদ্ধা শেখ আবু নাসিম ময়না। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তিনি সাতক্ষীরার বাথুয়ারডাঙ্গা ও খুলনার কপিলমুনিসহ বিভিন্ন এলাকায় যুদ্ধ করেছেন। ##