
স্টাফ রিপোর্টার :
দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি আব্দুর রহিমের পিতা মরহুম আব্দুল গফুর ২০০৯ সালের ১৬ জানুয়ারি শুক্রবার সকালে সাতক্ষীরা মুনজিতপুরস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।
দেশ ও মাতৃকার টানে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন এবং ১নং সেক্টরের ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেন। মরহুম আব্দুল গফুরের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষেমরহুমের পরিবারের পক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে শনিবার সকালে মরহুমের কবর জিয়ারত, বাসভবনে কোরআনখানী ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আহ্ছানয়িা মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। এছাড়াও দুস্থদের মাঝে খাবার বিতরণ ও গত শুক্রবারে বিসমিল্লাহ জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।