
জেলা নাগরিক উদ্যোগের আয়োজনে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ্ উন্নয়নকর্মী স,ম সাইদুর রহমানের ৯ম মৃত্যুবর্ষিকিতে বুধবার বেসরকারী উন্নয়ন সংগঠন স্বদেশ’র সভাকক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্বদেশ সংস্থার নির্বাহী মাধব চন্দ্র দত্ত এর সঞ্চালনায় এবং বিশিষ্ট রাজনীতিবিদ্ কাজী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উন্নয়নকর্মী অপরেশ পাল, অধ্যক্ষ আশেক -ইলাহী, ক্রীসেন্ট পরিচালক আবু জাফর সিদ্দিকী, প্রফেসর ইদ্রিস আলী প্রমুখ। বক্তারা সাইদুর রহমানের মুক্তিযুদ্ধকালিন ভুমিকা স্মরণ করেন এবং তার রাজনৈতিক জীবন ও উন্নয়ন সংগঠন সমুহের সাথে যুক্ত হয়ে সমাজ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শাহনাজ পারভিন মিলি, সুভাস সরকার, শ্যামল বিশ্বাস,সাংবাদিক সুভাস চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুবাস ঘোষ সহ বিভিন্ন উন্নয়ন কর্মি সাংবাদিক বৃন্দ।সাইদুর রহমান ১৯৫১সালে আশাশুনির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন এবং ২০০৫ সালে ৯জুলাই ভারতে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরন করেন। প্রেস বিজ্ঞপ্তি