
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের পক্ষ থেকে জেলা প্রশাসক নাজমুল আহসান কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক নাজমল আহসানএর হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধরণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদ, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার প্রমুখ।