
এস,কে হাসান :
বুধহাটায় ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে জনগণকে ভূমি বিষয়ক সেবা প্রদান কল্পে “ভূমি সেবা সপ্তাহ-২০১৬” উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে এ কর্মসূচি পালন করা হয়।
বুধহাটা ইউনিয়ন ভূমি অফিস চত্বর থেকে সকাল ১১ টায় একটি র্যালী বের করা হয়। র্যালি শেষে ভূমি অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল বারী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, নব-নির্বাচিত ইউপি সদস্য রবিউল ইসলাম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান। সভায় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ ও মাছুমা সুলতানা, সাংবাদিক এস কে হাসান, সোহরাব হোসেন, শেখ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে অনুরুপ কার্যক্রম পরিচালনা করা হয়। শনিবার উপজেলা ভূমি অফিসে র্যালী ও আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ চৌধুরী ও সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।