
এস,কে হাসান, বুধহাটা প্রতিনিধি :
আশাশুনির বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১০ টার সময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এস,এম আমীর হামজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব প্রধান উপদেষ্টা,জি,এম,মুজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, সহ-সভাপতি সচ্চিদানন্দদে সদয়,আবু ছালেক,সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এস,কে হাসান,রমেশ চন্দ্র বশাক,মাসুম বাবুল,এডভোকেট এ,বি এম সেলিম,শফিকুল ইসলাম,আয়ুব হোসেন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২০১৬ সালের ক্যালেন্ডার,প্রসক্লাব প্রতিষ্ঠা বার্ষিকী স্বরনীকা বাহির করা ও ১৬ ডিসেম্বর আলোচনা সভার চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। এর সাথে প্রসক্লাবেরর অসুস্থ সহসভাপতি আহম্মাদ আলী বাচার রোগ মুক্তি কামনা করা হয়।