
অনলাইন ডেস্ক ::
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে আপন বড় ভাইয়ের হাতে কলেজ ছাত্রী বোন খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে ওই কলেজ ছাত্রী নিখোঁজ হওয়ার পর রাতে পার্শ্ববর্তী নলীয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফাতেমা কালিনগর গ্রামের মকলেস মোল্যার মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই রিপন মোল্যাকে (৩৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফাতেমা খানম (২০) শুক্রবার দুপুরে নিখোঁজ হয়। খোজাখুজির এক পর্যায়ে রাত ৮ টার দিকে বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া নলীয়া নদীতে ফাতেমার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। তার ভাই রিপন মোল্যার (৩৫) আচরণ সন্দেহজনক হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। পারিবারিক কলহের জের ধরে ও অকথ্য ভাষা ব্যবহার করার কারণে সে তার বোনকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
নড়াগাতি থানার পরিদর্শক (তদন্ত) মো. রজব আলী বলেন, ফাতেমার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার ভাই রিপনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।