
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও একুশে স্মৃতি সম্মাননা পদক ২০১৬, প্রদান অনুষ্ঠানে সাতক্ষীরার কৃতি সন্তান শ্রেষ্ঠ জেলা ডিএফএ’র সভাপতি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদানের জন্য একুশে স্মৃতি সম্মাননা পদক লাভ করেছেন।
সম্প্রতি ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে একুশে স্মৃতি সংসদ আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ভাষা সৈনিক রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক প্রফেসর মির্জা মাজহারুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক আব্দুল মান্নান আজাদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা প্রমুখ। সম্মাননা অনুষ্ঠানে সাতক্ষীরা ফিলিং ষ্টেশন খান ইঞ্জিনিয়ার্স এর প্রোঃ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান (সিরাজ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে অতিথিবৃন্দ ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদানের জন্য তাকে সম্মাননা প্রদান করেন।