
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বর রেজাউল করিম মিঠুকে সোমবার বিকালে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৬নং ওয়ার্ডবাসীর আয়োজনে বড়খামার ইউসি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে প্রফেসর আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস,এম,মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সরদার। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মেম্বর গিয়াসউদ্দিন সানা, আলহাজ্ব আব্দুল জব্বার কারিকর, আলহাজ্ব নূর আহম্মদ, মৌলভী আব্দুল আজিজ, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মোস্তাক, মনিরুজ্জামান তুহিন, শাহাদাৎ হোসেন, আবু বক্কার সিদ্দিক, মোঃ আব্দুস সাত্তার, কালাম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ৬নং ওয়ার্ডবাসীর পক্ষে নব-নির্বাচিত মেম্বর রেজাউল করিম মিঠুর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আনিছুর রহমান।