
বিজয় মন্ডল, শ্যামনগর ::
শ্যামনগর উপজেলায় কর্মরত একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠসহকারী সুমিষ্টভাষী, সদালাপী আনন্দ মন্ডল, পিতা-মৃত প্রাণকৃষ্ণ মন্ডল, মাতা-সাবিত্রী মন্ডল, গ্রাম-মুন্সীগঞ্জ, উপজেলা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। সে মরণব্যাধি ব্রেইন টিউমার রোগে আক্রান্ত হয়ে মৃতুর সাথে পাঞ্জা লড়ছে।দিনে দিনে সে খুব অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু তার পরিবারের পক্ষে তার চিকিৎসা করানোর মতো অর্থ নেই।
তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন। তার পরিবার সর্বস্তরের মানুষদের সহযোগিতা চেয়েছেন। সহযোগিতা পাঠানোর ঠিকানা– সোনালি ব্যাংক শ্যামনগর শাখায় (শাখা কোড- ২৮১৯১) তার ব্যাক্তিগত হিসাব নং- 28191000 10811 এবং বিকাশ নং- 01917314683 যোগাযোগের জন্য তার নিজ মোবাইল নাম্বার 01917314683