
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
বাসায় ঢুকে ব্লগার নিলাদ্রী চ্যাটার্জীকে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে।
স্বামী হত্যার ঘটনায় শুক্রবার রাতে নিলাদ্রীর স্ত্রী আশামনির করা খিলগাঁও থানার এ মামলায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করা হয়েছে।
খিলগাঁও থানার পরিদর্শক আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় আসামিদের কারও নাম উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই রাজাধানীর পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে ৮ নম্বর রোডের ১৬৭ নম্বরের পাঁচতলা ভবনের পঞ্চম তলায় নিলয়ের ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে চার যুবক।
ঘরে তখন নিলয়ের স্ত্রী ও শ্যালিকাও ছিলেন। তাদের অস্ত্রের মুখে বারান্দায় আটকে রাখা হয়েছিল বলে আশা মনি জানিয়েছেন।
মাত্র তিন মিনিটের এ হত্যা মিশনে সরাসরি চার খুনি অংশ নেয়। হত্যার পর বাসা থেকে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে গেছে খুনিরা।
২৭ বছর বয়সী নিলয় যুদ্ধারাধীদের বিচারের দাবিতে শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। এ ছাড়া আরডিসি নামের বেসরকারী একটি গবেষণা প্রতিষ্ঠানে চাকুরি করতেন।