
আব্দুর রহমান ::
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড় খামার জামে মসজিদে জেলা পরিষদ থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার জুমআ’র নামাজের পূর্বে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক কারিকর ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
৫০ হাজার টাকার এ অনুদানের চেক তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় তিনি বলেন, ‘পর্যায়ক্রমে আমার নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদ ও প্রতিষ্ঠানে এ ধরনের অনুদান প্রদান করবো।
সময় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।’ চেক প্রদানকালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
##