
এস কে হাসান ::
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে এক গোয়ালের ৫ গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতের কোন এক সময় ফকরাবাদ গ্রামের মৃতঃ দবীর উদ্দীন গাইনের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুর রহিম গাইন ওরফে আবদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
গরুর মালিক আব্দুর রহিম জানান, ঘটনার রাতে সম্ভবত বাড়ির প্রাচীরের পাশের গাছ বেয়ে চোরেরা ভিতরে ঢোকে। এরপর গোয়ালের পাশে লুকিয়ে রাখা বাড়ির গেটের চাবি নিয়ে গেট খুলে গোয়ালে থাকা ২টি এঁড়ে ও ৩টি গাভী গরু চুরি করে নিয়ে যায়। কোন কারণ বশত বাছুর গরুটি পাশের রাস্তায় রেখে যায়। পরদিন সকালে চুরির ঘটনা জানাজানি হয়। মঙ্গলবার গরুর মালিক বাদি হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।