
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের প্রাথমিক ভোটাভুটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ‘সুপার টুউসডেতে’ বড় জয় পেয়েছেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার মনোনয়ন দৌড়ের গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে অ্যালবামা, জর্জিয়া, টেনেসি ও ভার্জিনিয়ায় দুই দলের এই দুই মনোনয়নপ্রত্যাশী জয় পেয়েছেন। খবর বিবিসির
তবে টেক্সাস ও ওকলাহোমায় প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজের কাছে পরাজিত হয়েছেন ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেটদলীয় অপর মনোনয়নপ্রত্যাশী স্যান্ডার্স ওকালাহোমা ও নিজ রাজ্য ভারমন্টে জয়ী হয়েছেন।
আগামী ৮ নভেম্বর হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মধ্যে এই ‘সুপার টুউসডে’ বলে পরিচিত মঙ্গলবার দিনটিকে খুব গুরুত্বের সাথে দেখা হয়। কখনো কখনো এই দিনটির ভোটাভুটিই প্রার্থীদের জন্য সুস্পষ্ট পার্থক্য গড়ে দেয়।
নির্বাচনে ডেমোক্রেটিক দলে প্রার্থী দুজনই হলেও রিপাবলিকান দলে লড়ছেন ৫ জন। তারা হলেন- ডোনাল্ড ট্রাম্প, টেড ক্রুজ, মার্কো রুবিও, জন কেসিক এবং বেন কারসন।