ভরিতে ১২৮৩ টাকা কমল স্বর্ণের দাম


412 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ভরিতে ১২৮৩ টাকা কমল স্বর্ণের দাম
মার্চ ১৮, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
দেড় মাসের ব্যবধানে দেশের বাজারে এবারে কমল স্বর্ণের দাম। ভরিপ্রতি স্বর্ণের দর কমেছে ৯৯১ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত। সারাদেশে নতুন এ দাম কার্যকর হবে সোমবার থেকে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৫০ হাজার ৯৭২ টাকায়। গত ২৫ জানুয়ারি থেকে ১৮ মার্চ (রোববার) পর্যন্ত এ মানের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫২ হাজার ২৫৫ টাকায়। অর্থাৎ ২২ ক্যারেটে দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা কমেছে।

দর হ্রাস পাওয়ায় ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম পুনর্নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৬৯৭ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের মূল্য ৪৯ হাজার ৯২২ টাকা; অর্থাৎ ভরিতে দর কমেছে এক হাজার ২২৫ টাকা।

সোমবার থেকে ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ৪৪ হাজার ৬৭৩ টাকার পরিবর্তে বিক্রি হবে ৪৩ হাজার ৬২৩ টাকায়। এ মানের স্বর্ণের দর ভরিতে কমেছে এক হাজার ৫০ টাকা।

আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৬ হাজার ৪১৯ টাকা। রোববার পর্যন্ত ভরিপ্রতি যা বিক্রি হচ্ছে ২৭ হাজার ৪১০ টাকায়। অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দর ভরিতে কমেছে ৯৯১ টাকা।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও দর পুনর্নির্ধারণ করা হয়েছে বলে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তবে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দর। ২১ ক্যাডমিয়ামের রুপা ভরিপ্রতি আগের দর এক হাজার ৫০ টাকায় বিক্রি হবে।