ভারতীয় মুরগির বাচ্চা আমাদের পোল্ট্রি শিল্প ধ্বংস করছে : কর্নেল আরমান


540 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ভারতীয় মুরগির বাচ্চা আমাদের পোল্ট্রি শিল্প ধ্বংস করছে : কর্নেল আরমান
ফেব্রুয়ারি ১৩, ২০১৬ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

ইব্রাহিম খলিল:
ভারতীয় মুরগির বাচ্চা আমাদের দেশের পোল্ট্রি শিল্প ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন।

শনিবার বেলা ১২টায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপিতে চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় লে. কর্নেল আরমান আরো বলেন, ভারতীয় মুরগির বাচ্চা যাতে সীমান্ত গলে বাংলাদেশে না আসে, সে ব্যাপারে বিজিবি জিরো টলারেন্স দেখাবে। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, বৈধ খাটাল ছাড়া ভারত থেকে গরু আনা যাবে না। এ ক্ষেত্রে অবৈধ খাটাল পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত চোরাচালান ও নারী-শিশু পাচার রোধে সকলকে এক সাথে কাজ করতে হবে। এলাকাবাসীর সহায়তা পেলে চোরাচালান শূন্যে নামিয়ে আনা সম্ভব।

সভায় আরো বক্তব্য রাখেন- সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক, ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান মোশা, বাশদাহ ইউপি চেয়ারম্যান নাসিমুল হক খোকা, কেড়াগাছি ইউপি চেয়ারম্যান ভুট্টলাল গাইন, ভোমরা ইউপির সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম, সাংবাদিক ইয়ারব হোসেন প্রমুখ।