
অনলাইন ডেস্ক
ভারতের মধ্যপ্রদেশে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। এতে আহত হয়েছেন অন্তত ৭০ জন।
শনিবার সকালে মধ্য প্রদেশের ঝাবুয়া জেলা শহর থেকে ৬০ কিলোমিটার দূরের পেটলাওয়াড শহরের একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার
বিস্ফোরণে ধ্বংসস্তুপে পরিণত হয় রেস্টুরেন্টটি। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি।
স্থানীয় পুলিশ বলছে, এখনও পর্যন্ত ১০৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পেটলাওয়াডের এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থলে অনেকে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাই ধ্বংসস্তুপ না সরালে মৃতের সঠিক সংখ্যা জানা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব ধ্বংসস্তুপ সরানো কাজ চলছে।
এর আগে অবশ্য পেটলাওয়াডের পুলিশ কর্মকর্তা এ আর খান ২০ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন।
রেস্টুরেন্টটি মধ্যপ্রদেশের পেটনাওয়াদ শহরে অবস্থিত, জেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরে। সিলিণ্ডার বিস্ফোরণে শুধু ওই হোটেলের নয়, আশেপাশের এলাকার অন্যান্য বাড়িতেও ফাটল ধরেছে।