ভালুকায় বিস্ফোরণ: বাঁচানো গেল না কাউকে


352 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ভালুকায় বিস্ফোরণ: বাঁচানো গেল না কাউকে
মার্চ ৩০, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
ময়মনসিংহের ভালুকায় ভবনে বিস্ফোরণে দগ্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র দীপ্ত সরকারও মারা গেছেন।

এর আগে ওই ছয়তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় তার তিন বন্ধুও চলে যান না ফেরার দেশে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপ্ত সরকার। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মারা যান তার সহপাঠী হাফিজুর রহমান। বুধবার রাতে মারা যান তাদের আরেক সহপাঠী শাহীন মিয়া। এছাড়া ঘটনাস্থলেই মারা যান তৌহিদুল ইসলাম।

২৪ মার্চ রাত দেড়টার দিকে ভালুকার জামিরদিয়া মাষ্টারবাড়ি আইডিয়াল মোড় এলাকার জুট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ঢালীর মালিকানাধীন ৬ তলা আরএস ভবনের তৃতীয়তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তৃতীয়তলার দেয়াল ও কাঁচের দরজা-জানালাগুলো ভেঙে প্রায় ২০০ মিটার পর্যন্ত দূরত্বে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তৌহিদুল ইসলাম (২৩) নামের একজন মারা যান। গুরুতর দগ্ধ হন দীপ্ত সরকার (২৩), শাহীন মিয়া (২৪) ও হাফিজুর রহমান।

তারা সবাই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র। ভালুকা উপজেলার মাষ্টারবাড়িস্থ স্কয়ার ইন্ডাস্ট্রিজে ইন্টার্ন করতে ১০ দিন আগে তারা ওই ছয়তলা ভবনের তৃতীয় তলা ভাড়া নেয়।