ভাড়াটিয়ার বাসায় দাওয়াত খেয়ে ৯ জন অচেতন, মালামাল লুট


370 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ভাড়াটিয়ার বাসায় দাওয়াত খেয়ে ৯ জন অচেতন, মালামাল লুট
এপ্রিল ৪, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়ায় এক বাড়ির মালিক ও তার পরিবারের আটজনকে দাওয়াত খাইয়ে অচেতন করে মালপত্র নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে।

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নয়জনকে ভর্তি করা হয়েছে। তারা হলেন-বাড়ির মালিক আলি আহমেদ (৬৫), তার স্ত্রী আমিরুন্নেছা (৫০), তাদের স্বজন জোহরা আক্তার (৩৫), পপি (৩০), সালমা (২২), হাবিবা, নুরে জান্নাত (৫), আলি হোসেন (৯) ও সুমাইয়া আক্তার (৫)।

প্রতিবেশী ও হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ফতুল্লার বেলপাড়া এলাকায় আলী আহাম্মদের চারতলা বাড়ির চতুর্থ তলা ভাড়া নেন এক ব্যক্তি। মঙ্গলবার রাতে ওই ভাড়াটিয়া বাড়িওয়ালা আলী আহাম্মদের বাড়ির লোকজনকে দাওয়াত দিয়ে খাওয়ান। দাওয়াত খেয়ে সেখানেই একে একে বাড়ির মালিক ও তার পরিবারের আটজন অচেতন হয়ে পড়েন। এরপর ভাড়াটিয়ার পরিবারের সদস্যরা আলি আহমেদের বাসার মালপত্র লুট করে পালিয়ে যান। এরপর বুধবার সকাল ৯টায় পরিবারের সদস্যদের মধ্যে নয়জনকে অচেতন অবস্থায় প্রতিবেশী তোফায়েল ও মতিন হাসপাতালে এনে ভর্তি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।