ভিক্ষুক সুফিয়ার পাশে দাঁড়ালেন সাতক্ষীরার এসপি


174 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ভিক্ষুক সুফিয়ার পাশে দাঁড়ালেন সাতক্ষীরার এসপি
অক্টোবর ১২, ২০২২ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

॥ সোহাগ হোসেন ॥

ভিক্ষার থলি হারিয়ে আহাজারি করা সেই সুফিয়া বেগমের পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় নিজ কার্যালয়ে সুফিয়াকে ডেকে সেদিনের চুরির ঘটনা বিস্তারিত শোনেন এবং নগদ অর্থ সহায়তা করেন।

অর্থ-সহায়তা পেয়ে আপ্লুত হয়ে পড়েন সুফিয়া বেগম। তিনি বলেন, আমি এখন ভাঙা ঘরটি মেরামত করতে পারব। স্যারদের জন্য নামাজ পড়ে দোয়া করব।

সুফিয়া বেগম সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী এলাকার মৃত আজিমুদ্দীন গাজীর মেয়ে। স্বামীর মৃত্যুর পর তার ঠাঁই হয় বাবার বাড়িতে। সেখানে প্রাথমিক স্কুলে পড়ুয়া মেয়েকে নিয়ে বসবাস করছেন তিনি। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে।

রোববার (০৯ অক্টোবর) দুপুরে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালের পাশ থেকে চুরি হয়ে যায় ভিক্ষুক সুফিয়া বেগমের থলি। ভিক্ষার থলিতে ছিল চাল, ভাত, একটি পেয়ারাসহ নগদ ৭০০-৮০০ টাকা। ভিক্ষার থলি হারিয়ে নিঃস্ব হয়ে রাস্তায় হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি।

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, ভিক্ষুকের টাকা চুরির বিষয়টি খুবই দুঃখজনক। আমরা চোরকে শনাক্তের চেষ্টা করছি। পাশাপাশি দায়িত্ববোধের জায়গা থেকে একজন গরিব, অসহায় মানুষকে সহায়তা করতে পেরে আনন্দিত। পুলিশের তেমন কোনো ফান্ড নেই। তারপরও জেলা পুলিশের পক্ষ থেকে সকলে মিলে আমরা তাকে সহায়তা করেছি। এটা আমাদের কিছু করবার একটা প্রয়াস।

প্রসঙ্গত, গত রোববার ‘ভিক্ষার ব্যাগ হারিয়ে হাউমাউ করে কাঁদছেন সুফিয়া’ শিরোনামে ঢাকা পোস্টে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের।