ভুটানকে হারাল বাংলাদেশ


145 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ভুটানকে হারাল বাংলাদেশ
অক্টোবর ৭, ২০২২ খেলা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইনড ডেস্ক ::

২০২৩ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতে টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ। এর আগে সিঙ্গাপুরকে হারিয়েছে লাল-সবুজের ছেলেরা।

কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই ভুটানকে আক্রমণে ব্যতিব্যস্ত করে বাংলাদেশি যুবারা। বেশিক্ষণ দেরি করতে হয়নি, খেলার দশম মিনিটে নাজিমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ডানপাশ থেকে বাদশা মিয়ার দারুণ এক ক্রসে হেডে ভুটানের গোলরক্ষককে ফাঁকি দেন নাজিম।

এগিয়ে যাওয়ার পরেই অগোছালো ফুটবল খেলে বাংলাদেশ। সেই সুযোগে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ভুটান। অবশ্য পারেনি সমতায় ফিরতে।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে যুবারা। অবশেষে টানা আক্রমণ করার সুফল পায় বাংলাদেশ। ম্যাচের ৭৩ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় স্বাগতিকরা। ইমরান খানের ফ্রিকিকে হেডে গোল করেন মোলতাজিম আলম হিমেল। তবে বাকি সময়ে ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারীরা।

৯ অক্টোবর ইয়েমেনের বিপক্ষে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।