
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
ভুটানকে সহজেই হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ।
নেপালের কাঠমান্ডু এএনএফএ কমপ্লেক্সে শনিবার ‘এ’ গ্রুপের ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশের যুবারা। বাংলাদেশের গোল দুটি করেন রোহিত সরকার ও মান্নাফ রাব্বী।
শুরু থেকে আক্রমণাত্মক খেলা বাংলাদেশকে গোল পেতে অপেক্ষা করতে হয় ৪২তম মিনিট পর্যন্ত।
এর আগে পঞ্চদশ মিনিটে ভুটানের গোলরক্ষকের দৃঢ়তায় এগিয়ে যাওয়া হয়নি বাংলাদেশের। তবে প্রথমার্ধের শেষ দিকে দুই মিনিটের ব্যবধানে দুই গোল তুলে নেয় সাইফুল বারী টিটোর দল।
ভুটানের রক্ষণভাগের ব্যর্থতার সুযোগ নিয়ে ৪২তম মিনিটে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন রোহিত। দুই মিনিট পরই রাব্বীর গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। প্রতিপক্ষের গোলরক্ষককে ছিটকে দেওয়ার পর প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান তিনি।
এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু মোহাম্মদ ইব্রাহিম পোস্টের খুব কাছাকাছি থেকেও সুযোগ নষ্ট করেন। খানিক পর আরেকটি শট প্রতিপক্ষের পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন তিনি।
ম্যাচের বাকিটা সময়ে বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তাতে অবশ্য আটকায়নি জনি-রোহিতদের সেমি-ফাইনালে ওঠার আনন্দ উৎসব।
বাংলাদেশের এই জয়ে নেপালেরও সেমি-ফাইনাল নিশ্চিত হয়েছে; আগের ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়েছিল তারা। আর টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল ভুটান।
আগামী সোমবার একই মাঠে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ—সুত্র বিডনি্উজ