ভূমধ্যসাগরে ফরাসি রণতরী পরিদর্শনে যাচ্ছেন ফ্রঁসোয়া ওলাঁদ


349 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ভূমধ্যসাগরে ফরাসি রণতরী পরিদর্শনে যাচ্ছেন ফ্রঁসোয়া ওলাঁদ
ডিসেম্বর ৪, ২০১৫ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাঁদ আজ শুক্রবার সিরীয় উপকূলবর্তী ভূমধ্যসাগরে মোতায়েন ফরাসি রণতরী ‘শার্ল দে গল’ পরিদর্শনে যাচ্ছেন। মূলত রণতরীতে অবস্থানরত ফরাসি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ফরাসি প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে একথা জানানো হয়। খবর রয়টার্সের

গত মাসের ১৩ তারিখে প্যারিসে আইএস কর্তৃক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জনের প্রাণহানি হয়। এ হামলার কয়েকদিন পরই পূর্ব ভূমধ্যসাগরে ফরাসি রণতরী ‘শার্ল দে গল’ মোতায়েন করা হয়। রণতরীটিতে ৩৮টি যুদ্ধবিমান রয়েছে। এ রণতরী থেকেই ইরাক ও সিরিয়াস্থ অাইএস জঙ্গিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে ফ্রান্স।