
অনলাইন ডেস্ক ::
ভেনিজুয়েলায় একটি পুলিশ স্টেশনে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৮জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার দেশটির কারাবোবো রাজ্যের ভ্যালেন্সিয়া শহরে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে।
রাজ্যের প্রধান কৌসুলী তারেক সাব বলেছেন, শিগগিরই দাঙ্গা ও হতাহতের ঘটনায় তদন্ত শুরু হবে।
একজন কয়েদি নিজের তোশকে আগুন ধরিয়ে দিয়ে বের হয়ে যাওয়া যাওয়ার চেষ্টা করলে ওই ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হতাহতের খবর পেয়ে তাদের স্বজনরা পুলিশ স্টেশনটির সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তাদের ওপর টেয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।
এসময় অনেক কয়েদি ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন।
বিবিসি বলছে, নিহতদের মধ্যে দুর্ঘটনার খবর পেয়ে জেল খানার সামনে হাজির হওয়া অনেক শিশু ও নারীও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।