
বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ বলেছেন, সাতক্ষীরার মানুষ ভোমরা বন্দরের দিকে তাকিয়ে আছে। ভোমরা বন্দরের উন্নয়ন হলে জেলার মানুষের উন্নয়ন হবে। এই এলাকার মানুষের কর্মসংস্থান বাড়বে।
তিনি আরো বলেন, সংকীর্ণ স্বার্থ বিসর্জন দিয়ে বন্দরের উন্নয়নে সকলকে কাজ করতে হবে। বিগত দিনে ভোমরা বন্দর নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছিলো। সে ষড়যন্ত্র আপনারা মোকাবেলা করেছেন। রোববার ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচিত কমিটির দায়িত্বভার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাতক্ষীরা চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রিজ এর সভাপতি নাছিম ফারুখ খান মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোমরা স্থল বন্দরের সহকারী কমিশনার শরিফ মো. আলামিন, স্থল বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) পার্থ ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই অতিথি ও নব নির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে নির্র্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার জালাল উদ্দীন আকবার কমিটির সদস্যদের সপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি এইচ এম আরাফাত, সহ সভাপতি ওহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা আরো বলেন, সকল ব্যক্তি স্বার্থকে উর্দ্ধে রেখে প্রত্যেকের নিজের অবস্থান থেকে বন্দরের উন্নয়নে কাজ করতে হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম।