
রাহাত রাজা :
সাতক্ষীরার দুটি পৌরসভায় সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শেষে ভোট গননার কাজ শুরু হয়েছে।
সাতক্ষীরা পৌর সভার রিটার্নিং অভিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক এএফএম এহতেশামুল হক জানান, সাতক্ষীরা পৌর সভার ৭৯ হাজার ৬’শ ৩৪ জন ভোটারের মধ্যে ৭০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
অপরদিকে, কলারোয়া পৌরসভার রিটার্নিং অফিসার আহম্মদ আলী জানান,কলারোয়া পৌরসভার ১৮ হাজার ৫’শ ২৫ জন ভোটারের মধ্যে ৭৫ শতাংশ ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেছেন । তবে, শান্তিপূর্ণভাবে জেলার দুটি পৌরসভায় ভোট হয়েছে বলে মন্তব্য করেছেন দুই পৌরসভার মেয়র প্রার্থীরা।